“অভিন্ন দেওয়ানি বিধি মেয়েদের সামাজিক অধিকার সুরক্ষিত করবে, লিঙ্গ বৈষম্য কমবে,” দাবি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: ৯ ডিসেম্বর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তুমুল শোরগোল হয় রাজ্যসভায়। শেষ পর্যন্ত অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি উত্থাপনে বিরোধীদের আপত্তি খারিজ হয়ে যায় ভোটাভুটিতে। আজ সেই বিলের পক্ষে সওয়াল করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপ্রতি অরুন কুমার মিশ্র। তার দাবি, অভিন্ন দেওয়ানি বিধি মেয়েদের সামাজিক অধিকারকে সুরক্ষিত করবে। এই আইন লাগু হলে দেশে লিঙ্গ বৈষম্য কমবে।

একটি সাক্ষাৎকারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পুরুষতন্ত্রের নৈরাজ্য আটকাতে সমস্ত ক্ষেত্রে আইনের সঠিক ব্যবহার প্রয়োজন। আর সেটা সম্ভব হবে কেবল অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলেই। সুপ্রিম কোর্ট সঠিক পথ দেখাচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি লাগুর বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত।

তিনি বলেন, সংবিধান যাতে মৃত অক্ষরে পরিণত না হয়, একই সঙ্গে ধর্মের গোঁড়ামি ও সামাজিক বেড়াজাল থেকে, মহিলাদের রক্ষা করতে হবে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পুরুষতন্ত্রের নৈরাজ্যকে দূর করতে হবে আমাদের। সেই কারণে অভিন্ন দেওয়ানি বিধি জরুরি। এর বিরোধিতা সম্পূর্ণ অযৌক্তিক। সব ভালো জিনিসের বিরোধিতা হয়।

বিচারপতি অরুন কুমার মিশ্র আরো বলেন, অধিকার পেতে লড়াই করছে মেয়েরা। সমান অধিকার দিতে হবে তাদের। সমান অধিকার প্রকৃত মর্যাদা ফেরাবে। যা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত।

তিনি বলেন, ধর্মীয় অনুশীলনে কখনোই ব্যাঘাত ঘটবেন না অভিন্ন বিধি। বিজেপি সাংসদ কিরোধী লাল মিনা ব্যক্তিগত মেম্বার বিল হিসেবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশ করেন রাজ্যসভায়। তার বিরোধিতায় তিনটি মোশন জমা পড়ে। কিন্তু ৬৩-২৩ ধ্বনি ভোটে তা খারিজ হয়ে যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here