বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ মে: বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দর থেকে রওনা দিয়ে তিনি আসবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও পেট্রাপোল সীমান্তে। সেখানে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সূত্রের খবর, সকালে হিঙ্গলগঞ্জে বোটে চড়ে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করতে পারেন তিনি। বিএসএফের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বাংলাদেশ লাগোয়া পেট্রাপোল সীমান্ত নিয়ে আলোচনা হতে পারে তাঁর। গত বছর অক্টোবরে বিএসএফের সীমানা বৃদ্ধি করে ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই সিদ্ধান্তের পর এই প্রথম বাংলাদেশে সীমান্তে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে তার এই হিঙ্গলগঞ্জ ও পেট্রাপোল সফরের গুরুত্ব অপরিসীম বলে মনে করছে প্রশাসনিক মহল। এরপর বিএসএফের একটি কর্মসূচিতে কল্যাণী যাওয়ার কথা তাঁর।

সূত্রের খবর, পেট্রাপোল কালিয়ানি সীমান্তের হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহের।

অমিত শাহের সফর নিয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া জানিয়েছেন, দুপুরে অমিত শাহ হেলিকপ্টারে করে এসে পৌঁছাবেন। হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অতীতে বনগাঁ মহকুমার ৩ বিজেপি বিধায়ক ও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করবেন। অশোক কির্তনীয়া জানান, তাদের অভাব অভিযোগের কথা অমিত শাহের কাছে তুলে ধরবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here