গাইঘাটায় বিজেপির “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি: ২০২১ এর নির্বাচনে বাংলায় লক্ষ্য স্থির বিজেপির। আর তাই নির্বাচনের আগে একাধিক কর্মসূচিতে জোর দিচ্ছে পদ্ম শিবির। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সঙ্গে ছিলেন বনগাঁ
লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁর জেলা সভাপতি মনস্পতি দেব, সহসভাপতি দেবদাস মণ্ডল, স্বপন মজুমদার, শোভন বৈদ্য সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা।

শুক্রবার নাগরিকদের বাড়িতে বাড়িতে জনসংযোগ রক্ষায় গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করতে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরে আসেন কেন্দ্রীয় সরকারের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। এদিন গাইঘাটার চিকন পাড়া, সুকান্তপল্লী, পারুইপাড়া অঞ্চলের মানুষের হাতে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান এবং তৃণমূল কংগ্রেসের ‘ব্যর্থ কাজ’ এর তালিকা সম্বলিত একটি লিফলেট স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেন গজেন্দ্র সিং শেখাওয়াত। একই সঙ্গে তিনি কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে। আসন্ন ২০২১ এর নির্বাচনে গাইঘাটা এলাকার মানুষ যাতে এবছর বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সাধারণ মানুষের কাছে সেই আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

এদিন চিকনপাড়া থেকে ঠাকুরনগর প্রায় এক কিলোমিটার রাস্তা পদযাত্রায় অংশগ্রহণ নেন তিনি। এরপর ঠাকুরনগরে একটি অনুষ্ঠানে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখান থেকে দুটো নাগাদ মতুয়া সম্প্রদায়ভক্ত প্রদীপ বিশ্বাসের বাড়িতে দুপুরের খাওয়া সারেন। সেখান থেকে বিকেল চারটে নাগাদ গাইঘাটার চাঁদপাড়া বাজারে চা পে চর্চায় অংশগ্রহণ করেন গজেন্দ্র সিং শেখাওয়াত।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here