কলকাতা-বারানসী এক্সপ্রেসওয়ের জন্য রাজ্য সরকারের কাছে জমি অধিগ্ৰহণের অনুরোধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৫ জানুয়ারি: কলকাতা -বারানসী এক্সপ্রেসওয়ের প্রয়োজনীয় জমি অধিগ্ৰহনের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আজ এক সাংবাদিক সম্মেলনে এই অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এই এক্সপ্রেসওয়ের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই পর্যায়ে ৬৫৪ কিমি রাস্তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে ২৬৭ কিমি, যা অন্যান্য রাজ্যের থেকে সর্বাধিক।

এছাড়াও রয়েছে উত্তর প্রদেশে ২৭কিমি, বিহারে ১৫৫ কিমি, ঝাড়খণ্ডে রয়েছে ২০৫ কিমি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় রয়েছে ৮১ কিমি, বাকুঁড়ায় ৬১’৬ কিমি, পশ্চিম মেদিনীপুরে ৫৮ কিমি, হাওড়ায় ৮৫ কিমি, হুগলিতে ১২ কিমি, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১৭’২ কিমি রাস্তা। এই এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত অধিগ্ৰহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, জমি অধিগ্ৰহনের কাজ শুরু হলে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *