পশ্চিমবঙ্গে স্মার্ট ক্লাস না হওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মার্চ: সারা পৃথিবী জুড়ে যেখানে ডিজিটাল ব্যবস্থার রমরমা সেখানে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনও স্মার্ট ক্লাসের আবেদন করেনি। এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার মান আরো নিম্নগামী হবে। পিছিয়ে পড়বে বাংলার ছাত্রসমাজ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ এক সাংবাদিক সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করে ডাঃ সরকার বলেন, বিগত তিন শিক্ষা বর্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনও স্মার্ট ক্লাসের আবেদন জানানো হয়নি। তিনি বলেন, উত্তরপ্রদেশে গত শিক্ষা বর্ষে ১৮,৮৪৪টি স্মার্ট ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়, সেখানে বিগত তিন বর্ষে পশ্চিমবঙ্গে কোনোও স্মার্ট ক্লাস চাওয়া হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাশের রাজ্য কেরালাতে বিগত বর্ষে ২৫৭টি ক্লাসের আবেদন জানানো হয়, ওড়িশাতে গত ২২-২২বর্ষে ৪৪৭১টি ২৩-২৩বর্ষে ২১১৯, পাঞ্জাবে যেখানে আপ এর সরকার সেখানে বিগত ২১/২২ বর্ষে ২৮৭২ এবং চলতি বর্ষে ৬৪৯টি স্মার্ট ক্লাস নেওয়া হয়েছে।রাজস্হানে ২০-২১ সালে ৩২৯০, ২১-২২ সালে ৫৫০৯ এবং ২২-২৩ সালে ৪০৮টি স্মার্ট ক্লাস নেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের সরকার কোনও আবেদন করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *