রঘুনাথগঞ্জে চা–চক্র, বাড়ি বাড়ি প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৩ ডিসেম্বর: পশ্চিমবঙ্গে দোর গোড়ায় বিধানসভা নির্বাচন। ২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ বিজেপি ইতিমধ্যেই ছাপিয়ে পড়েছে রাজ্য জুড়ে। লাগাতার কর্মসূচি মধ্যে দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে চলেছে।

বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভা অন্তর্গত ম্যাকেঞ্জি পার্ক মাঠ সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান, পরে জঙ্গিপুর পৌরসভা অন্তর্গত ১৬ ও ১৭ নং ওয়ার্ডে আর নয় অন্যায় কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ তৈরি করেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে বলে দাবি করেন সাংবাদিক বৈঠকে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জীব বলিয়ান জানান, পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ। বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে এবং পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার আগামী দিনে উন্নয়ন একমাত্র লক্ষ্য বলে জানান তিনি। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে সাধারণ মানুষ বিজেপি উপর আস্থা রাখছেন বলে জানান তিনি ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here