সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ডিসেম্বর: জনসংযোগ যাত্রা শুরু করলেন কেন্দ্রীয় জলশক্তি
মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রবিবার সকালে উত্তর ২৪
পরগণার বনগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার
প্রতিটি দোকানে গিয়ে দোকানদারদের হাতে
লিফলেট তুলে দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। লিফলেটে লেখা “আর নয় অন্যায়”। এই সম্পর্কে মন্ত্রী এলাকার মানুষকে বুঝিয়েছেন কেন এই সরকারের অন্যায় মেনে নেবেন না বাংলার মানুষ। এছাড়াও রেশন
দোকানদারের হাতে লিফলেট দিয়ে “ভারত মাতা কি
জয়” বলতে আহ্বান জানান তিনি।
এদিন সকালে কনভয় নিয়ে জনসংযোগ করতে বনগাঁয় পৌঁছান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
গজেন্দ্র সিং শেখাওয়াত। বনগাঁর কর্মীদের সঙ্গে বৈঠক করে বনগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি
জনসংযোগ করেন। পরে বনগাঁর বুদ্ধিজীবী, ডাক্তার ও উকিলদের সঙ্গে বৈঠক করেন। এরপর মধ্যান্যভোজ সেরে ফের কলকাতায় ফিরে যান। এদিন মন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস, বিজেপি নেতা দেবদাস মণ্ডল, স্বপন মজুমদার, বিশিষ্ট সমাজসবী বিনয় বিশ্বাস সহ একাধিক কর্মী সমর্থকরা।
এই কর্মসূচির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী
গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, বাংলায় অন্যায়
অত্যাচার অপরাধের রাজনীতি চলছে।মা মাটি মানুষের নামে ধোকাবাজ সরকারকে হঠাতে প্রত্যেক মন্ডলে “আর নয় অন্যায়” কর্মসূচির অংশ হিসেবে আজকের
এই জনসংযোগ যাত্রা বলে জানিয়েছেন তিনি।