
আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলদা এলাকায়। ২৮ বছরের ওই মৃত যুবকের নাম অরিন্দম সাহা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে বাড়িতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। বাড়ির লোকজন ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বেলদা গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।