রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি! পুজোর পর রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিজেপি, বললেন সুকান্ত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ অক্টোবর: প্রায় প্রতিদিনই বাড়ছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে পুজোর পর থেকেই রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বিজেপি। বৃহস্পতিবার বালুরঘাটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টকার্ড বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেন, বিজেপি শাসিত প্রায় সমস্ত রাজ্যই পেট্রোলিয়ামজাত দ্রব্যের উপর জিএসটি লাগু হওয়ার পক্ষে সহমত পোষণ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ এব্যাপারে আপত্তি জানিয়েছে। তাদের এক্সপার্টরা জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পন্যের উপর জিএসটি লাগু হলে লিটারে প্রায় কুড়ি টাকা পেট্রোল ডিজেলের দাম কমবে। একইসাথে কমবে জ্বালানি গ্যাসের দামও। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্যাস সহ সমস্ত পেট্রোলিয়ামজাত পন্যের উপর জিএসটি লাগু করতে পুজোর পর ধারাবাহিকভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাবে বিজেপি।

সুকান্ত মজুমদার বলেন, সাধারণ মানুষের পাশে দাড়াতে রাজ্যজুড়ে আন্দোলন চালাবে বিজেপি। জায়গায় জায়গায় চলবে ডেপুটেশন কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *