
আমাদের ভারত,২১ মার্চ:করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ। বহু জায়গায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা। সেই কারণেই উত্তরপ্রদেশ সরকার গরিব মানুষের জন্য একটা বড় সিদ্ধান্ত নিল। দিনমজুরদের ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
করোনা ভাইরাসের সংক্রমণে প্রবল আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন গরিব মানুষ। একাধিক জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়েছে দিনমজুররা। এই পরিস্থিতিতে তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো উত্তর প্রদেশের সরকার। প্রায় ১৫ লাখ দিনমজুর এবং ২০.৭৩ লাখ নির্মাণ কর্মীদের এক হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
শেষ কয়েক দিনে উত্তরপ্রদেশের করোনার আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েছে। একদিনে ২৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ২৫৮। পরিস্থিতি মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের কয়েকটি জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ২২ শে মার্চ রবিবার দেশবাসীর কাছে ১৪ ঘণ্টা জনতা কারফিউর আর্জি জানিয়েছেন মোদী। এই ভাইরাসের কারণে দেশের আর্থিক পরিস্থিতিও চরম সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অনুরোধ করেছেন, এই পরিস্থিতিতে যেন শ্রমিকদের বেতন না কাটা কাটা হয়। মানবিক হতে বলেছেন তিনি সকলকে। পরিস্থিতি মোকাবিলায় ফিনান্স রেসপন্স টাস্ক ফোর্স গঠন করেছেন প্রধানমন্ত্রী।