চিত্ত মাহাত, আমাদের ভারত, ১৫ জানুয়ারি: আজ শুক্রবার শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বালিজুড়ি এবং ডাঙ্গরপাড়া গ্রাম দুটির মাঝখানে অবস্থিত পীর জঙ্গল-শা-বাবার মাজারে উরুষ উৎসব পালিত হয়েছে। এই উৎসবে প্রতি বছরই সামিল হয় এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বছরের পর বছর এভাবেই উৎসব পালন করে সম্প্রীতির মেলবন্ধনের বার্তা বহন করে নজির সৃষ্টি করেছে জঙ্গলমহলের শালবনী ব্লকের এইসব মানুষরা। এখানে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ ও দোয়া প্রার্থনা করে, ঠিক তেমনি হিন্দুরাও মাটির ঘোড়ার মূর্তি প্রতীকি এবং পুজোর ডালি সাজিয়ে পুজো দেন। আনুমানিক প্রায় ৬০ বছর ধরে এই রীতি হয়ে আসছে এই গ্রামগুলিতে।