
আমাদের ভারত, বালুরঘাট, ১১ ডিসেম্বর: দূষণ মুক্ত পরিবেশ গড়তে সারংবাড়ি পিকনিক স্পটে প্লাস্টিক সামগ্রী ব্যবহার বন্ধের কড়া নির্দেশ জারি হিলিতে। বনভোজনকারীদের বার্তা দিয়ে প্রশাসনের তরফে লাগানো হচ্ছে প্রচার হোর্ডিং ও ব্যানার। একই সঙ্গে শব্দ দূষণ ঠেকাতেও ডিজের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসনের তরফে।
হিলির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বিশ্বাস জানিয়েছেন, এবারে পিকনিক স্পটে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। মাটির গ্লাস ও কাগজের থালা ব্যবহার করতে পারবেন সকলে। একই সাথে উচ্চ মাত্রার সাউন্ড বাজানো যাবে না ওই পিকনিক স্পটে। বনভোজনকারীদের জন্য বেশি মাত্রায় ডাস্টবিনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সচেতনতার জন্য একাধিক জায়গায় ব্যানার, হোর্ডিং লাগানো হচ্ছে।
পঁচিশে ডিসেম্বর থেকে পিকনিকের মরশুম শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলায়। বড়ো দিনের আনন্দে জেলার পিকনিক স্পটগুলিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। জেলার পাশাপাশি পাশের জেলা উত্তর দিনাজপুর ও মালদা থেকেও প্রচুর মানুষের আগমন ঘটে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির সারং বাড়ি ফরেস্টে। হিলি ব্লকের অধীনস্থ এই ফরেস্টেই এবার কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রীর ব্যবহার। কাগজের থালা থেকে মাটির গ্লাস নিয়ে আসলেই প্রবেশ করতে পারবেন এই পিকনিক স্পটে বার্তা ব্লক প্রশাসনের। শুধু তাই নয়, উচ্চ মাত্রার মাইকের ব্যবহারও করতে পারবেন না পিকনিক প্রেমী মানুষজন। পিকনিক স্পটের বাইরে ইতিমধ্যে এমন সব সচেতনতামূলক ব্যানার ফেস্টুন লাগাবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিও। পিকনিকের দিনগুলিতে সারং বাড়ি ফরেস্টে প্রবেশের আগেই বিশেষ টিমও রাখা হচ্ছে তল্লাশি অভিযান চালাবার জন্য, জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।