মালদা শহরের যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই কিট, আতঙ্কিত মানুষ

আমাদের ভারত, মালদা, ১৩ আগস্ট: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও শহরের যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই কিট। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শহরে। পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্টিং ইউনিটের পাশেই পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই কিট। শুধু মেডিকেল কলেজে নয় শহরের পথে ঘাটে এবং কয়েক জায়গায় পড়ে রয়েছে এই ধরণের পিপিই। এইঘটনা সংবাদমাধ্যমের নজরে আসতেই নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতীম মুখোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন।
ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার বলেন, পুরসভা ও বেসরকারি হাসপাতালের সামনে এনিয়ে তাদের সাথে কথা বলে সেগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য দপ্তরের ও পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *