দিল্লি-গাজিয়াবাদ সীমান্ত থেকে কৃষকদের বিক্ষোভ তুলে নিয়ে রাস্তা খালি করার নির্দেশ দিল যোগী সরকার

আমাদের ভারত, ২৮ জানুয়ারি:কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে গত দেড় মাসের বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল দিল্লির একাধিক জায়গা। রাজধানীতে সংঘর্ষের ঘটনার পর দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আন্দোলনরত কৃষকদের আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। জানা গেছে উত্তরপ্রদেশের গাজিপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের এই নির্দেশ দিয়েছে গাজিয়াবাদ প্রশাসন।

সূত্রের খবর আজ রাতের মধ্যেই আন্দোলন তুলে নিয়ে রাস্তা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির বুকে হিংসার ঘটনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার বলে জানা যাচ্ছে।

২৬ জানুয়ারি উত্তর প্রদেশ থেকে ট্রাক্টর মিছিলে কৃষকদের যোগদান তেমন বিশেষ ছিল না। কারণ সীমান্ত বন্ধ রেখেছিল প্রশাসন। ট্রাক্টর ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু এবার আরও কড়া পদক্ষেপ নিল প্রশাসন। এখন দেখার এই সিদ্ধান্তের পর কৃষকদের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে রাজধানীতে হওয়া সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন যারা অন্যদের উস্কেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তা বরদাস্ত করবে না দেশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here