সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুরেও আজ শুরু হল করোনা টিকাকরণের কাজ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ জানুয়ারি: সারাদেশ এবং রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল করোনা টিকাকরণের কাজ। ট্রায়াল ড্রাই রান আগেই হয়ে গিয়েছিল সাফল্যের সাথে। আজ সরাসরি টিকাকরণের কাজ শুরু হল। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের এই টিকাকরণ করা হবে। ডাক্তার, নার্স এবং চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত কর্মীদের এই টিকা দেওয়া হবে প্রথম পর্যায়ে।

পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলে কোভিড ১৯ ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে। এখানেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণের পর ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। জেলা হাসপাতালের সেন্টারে প্রথম ভ্যাকসিন নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল। এরপর তমলুক জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ শুভাশিস জানা ভ্যাকসিন নিয়েছেন।

পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল জানান, পূর্ব মেদিনীপুর জেলার মোট
১৫টি জায়গায় টিকাকরণের কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার ৯টি জায়গায় ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ৬টি জায়গায় টিকা দেওয়ার কাজ চলবে। তার মধ্যে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, হলদিয়া মহকুমা হাসপাতাল ও পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই জায়গাগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি ব্লক এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের কাজ শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন প্রথম দফায় আজ ১০৩৭ জনকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বর্তমানে ১৫টি কেন্দ্র থেকে দেওয়া হলেও আগামী দিনেই সেন্টারের সংখ্যা ৭১টি পর্যন্ত বৃদ্ধি পাবে। প্রথম পর্যায়ে প্রায় একুশ হাজার স্বাস্থ্যকর্মীকে এই
টিকাকরণের আওতায় আনা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here