অলোক ঘোষ, ব্যারাকপুর, ৭ জানুয়ারি, ৭ জানুয়ারি: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘোলা থানার অন্তর্গত রামকৃষ্ণ পল্লীতে তৃণমূলের এই কার্যালয়ে ভাঙ্গচুর চালায় দুষ্কৃতীরা।
আজ বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মীরা দেখতে পান, তাদের টিনের দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। কার্যালয়ের টিন ফেটে গিয়েছে। এই ঘটনায় সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানিহাটির রামকৃষ্ণ পল্লী এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে ঘোলা থানায় ফোন করে হামলার ঘটনা জানানো হয়েছে। রাতে তৃণমূলের ওই দলীয় কার্যালয়ে কেউ থাকত না, সেই কারনে হতাহতের খবর নেই।
সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পানিহাটি এলাকা উত্তপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে ওদের নিজেদের গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিজেপির সঙ্গে এই হামলার ঘটনার কোন সম্পর্ক নেই।