
অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জুন:
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিকের উদ্যোগে গোপীবল্লভপুরের যুব তৃণমূলের সদস্যরা বৃহস্পতিবার স্প্রে মেশিনের সাহায্যে স্যানিটাইজ করল গোপীবল্লভপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা।
এদিন গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জিউ’য়ের মন্দির, গোপীবল্লভপুর প্রাথমিক বিদ্যালয়, গোপীবল্লভপুর রসিকানন্দ বিশ্রামাগার ও শৌচালয়গুলি, গোপীবল্লভপুরের স্টেট ব্যাংকের সামনে, ইউনাইটেড ব্যাংকের সামনে ও বিদ্যাসাগর ব্যাংকের সামনে স্প্রে মেশিনে পটাসিয়াম হাইড্রোক্লোরাইড, ব্লিচিং, ফিনাইল ও জল দিয়ে স্যানিটাইজ করা হয়। স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের এই উদ্যোগে খুশি মন্দির কমিটির সদস্য থেকে সাধারণ মানুষ সকালে।