লকডাউনে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন উদ্যোগ

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মে: লকডাউন পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে নানারকম কর্মসূচির খবর পাওয়া গেছে। তার মধ্যেে উল্ল্যেখযোগ্য হল, শালবনী বিধানসভার চন্দ্রকোনা রোডে বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীদের উদ্যোগে যে লঙ্গরখানা খোলা হয়েছিল, আজ তার এক মাস পূর্ণ হয়েছে। এই লঙ্গরখানা থেকে প্রতিদিন কয়েকশো মানুষকে বিনা পয়সায় খাবার বিতরণ করা হচ্ছে। লকডাউন যতদিন চলবে ততদিন এই লঙ্গরখানা চালু থাকবে বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন।

অন্যদিকে, বর্তমান লকডাউন পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বিভিন্ন জায়গায় মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাই রবিবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাস্তায় নেমে খড়গপুর শহরের বাসিন্দাদের আবেদন জানান সেখানকার এসডিপিও। এদিন অল বেঙ্গল সিধু কানু ফাউন্ডেশনের পক্ষ থেকে খড়গপুর শহরের মালঞ্চতে ২০০ জন গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কর্মসূচিতে  খড়্গপুরের এসডিপিও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *