অযোধ্যার রাম মন্দির এতটাই উঁচু হবে, দেখা যাবে পাকিস্তান, নেপাল, শ্রীলংকা থেকে

আমাদের ভারত,৪ মার্চ:অযোধ্যায় এমন গগনচুম্বী মন্দির হবে যার উচ্চতা হবে ১১১১ ফুট। যা পাকিস্তানের ইসলামাবাদ, কারাচি, লাহোর,নেপালের কাঠমান্ডু, শ্রীলংকার কলম্বো থেকেও দেখা যায়। এমনটাই বললেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি রামবিলাস বেদান্তি।

গত বছর ৯ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করেছে কেন্দ্র সরকার। ওই ট্রাস্টে দান করে শুভ সূচনা করেছে মোদী সরকার। শোনা যাচ্ছে আগামী রামনবমী থেকে অযোধ্যা রাম মন্দির নির্মাণের কাজ শুরু হতে পারে।

বেদান্তি বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় মন্দির এবং আন্তর্জাতিক পর্যটন স্থল তৈরি হবে। আর সেই কারণেই মাত্র ৬৭ একর জমির যথেষ্ট নয়। প্রয়োজনে ট্রাস্ট মন্দিরের পার্শ্ববর্তী এলাকা ও অধিগ্রহণ করতে পারে বলে জানান তিনি।

বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি বলেন, আমরা যারা রামমন্দিরের জন্য আন্দোলন করেছি তাদের ইচ্ছে রাম মন্দির হোক গগনচুম্বী। তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছেন গগনচুম্বী রাম মন্দির হবে। আমরা চাই এমন মন্দির হোক,যা পাকিস্তানের ইসলামাবাদ,কারাচি, লাহোর, নেপালের কাঠমান্ডু, শ্রীলংকার কলম্বো থেকেও দেখা যায়।

একই সঙ্গে বেদান্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা এতদিন রাম মন্দির নিয়ে লড়াই করেছেন তাদের কেন রাম মন্দির ট্রাস্টে নাম নেই? এ প্রশ্নের উত্তরে বেদান্তে জানান ,রাম মন্দিরের জন্য যারা লড়াই করেছেন তারা অনেকেই এখন নির্বাচনে লড়াই করেছেন আর সেই কারণেই তাদের নাম নেই রাম মন্দিরের ট্রাস্টে। তবে আমাদের ট্রাস্ট এর উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে আমাদের ইচ্ছের মর্যাদা দেবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here