টানা অভিযানে শহরে নাগালে সবজি, দাবি ট্রাস্কফোর্সের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ নভেম্বর: টানা অভিযানে সবজির দাম অনেকটাই কম। বুধবার এই দাবি করলেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, সবজির কালোবাজারি আটকাতে আমরা প্রতিদিন বাজারে হানা দিচ্ছি। তার সুফল কিছুটা পাওয়া গেছে।

রবীন্দ্রনাথ কোলে জানান, দাম নিয়ন্ত্রণ করতে এখন লাগাতার বাজারে হানা দেবে টাস্কফোর্স। তবে এবারের শীতে সবজির দাম কমা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রবীন্দ্রনাথ কোলে। কারণ হিসাবে তিনি বলেন, এবার গ্রামে সবজির চাষ অনেকটাই কম হয়েছে। তার উপরে বুলবুলের জন্য কয়েকটি জেলায় শীতর সবজি চাষে ক্ষতি হয়েছে। যারফলে কলকাতা শহরে সবজির আমদানি অনেকটাই কম। সেইজন্য আরও কিছুদিন সবজির দাম একটু বেশি থাকবে।

তবে কলকাতা শহরের পাশাপাশি গ্রামেও টাস্কফোর্সের হানা চলবে। বিশেষ করে গ্রামের সবজির পাইকারি বাজারে এই হানা এখন চলছে। সেখানে টাস্কফোর্স ও এনফোন্সমেন্ট ব্রাঞ্চ যৌথ অভিযান চালাচ্ছে বলে জানান টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *