
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: রবিবার সকালে সিপিএমের খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ২নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ইন্দা কমলা কেবিন এলাকায় বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। প্রায় ২১ কুইন্ট্যাল ১০ রকমের কাঁচা সবজি বিনামূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় সিপিএমের পক্ষ থেকে।
কর্মসূচির সূচনা করেন দলের জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই। দৈহিক দূরত্ব বিধি মেনে কয়েক দফায় এলাকার সাত শতাধিক সাধারণ মানুষের মধ্যে সবজি বিতরণ করা হয়। এদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালীন বিভিন্ন পর্যায়ে পার্টির পক্ষে বিজয় পাল, অনিত মন্ডল, স্মৃতিকণা দেবনাথ, অমিতাভ দাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলের পক্ষে সবুজ ঘোড়াই জানান, এই সংকটের সময় তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস জণগণের কিছুটা হলেও উপকারে এলে তাঁরা খুশি হবেন।