
আমাদের ভারত, মালদা, ২৪ মার্চ: লকডাউনের মধ্যে মালদা জেলার পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ভবঘুরে উন্মাদরা। অন্যান্য স্বাভাবিক দিনে এরা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও ছোট ছোট হোটেলে চেয়েচিন্তে খেয়ে পেট ভরে। বর্তমানে করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হয়েছে, ফলে এই সমস্ত ভবঘুরেরা কার্যত না খেয়ে দিন কাটাচ্ছে। এই বাস্তব চিত্র দেখে আজ ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার নিজে হাতে রান্না করে ওই সমস্ত ভবঘুরেদের হাতে খাবার তুলেদেন।
শহরের রথবাড়ি মোড়, মালদা টাউন স্টেশন, সুকান্ত মোড় সহ একাধিক এলাকায় খাবার পৌঁছে দেওয়া হয়। দুলাল সরকার বলেন, রবিবার বন্ধের দিন আমরা দেখেছি অনেক ভবঘুরে না খেয়ে দিন কাটিয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আজ ভবঘুরেদের স্যানিটাইজার ও ডেটল দিয়ে হাত ধুয়ে খাবার দেওয়া হচ্ছে। কেউ যদি কোথাও খাবার না পায় তারা আমাদের কাছে এলে খাবার দেওয়া হবে। এই প্রক্রিয়া লকডাউনের প্রতিদিন করা হবে।