আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য, কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর

আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই প্রসঙ্গের উল্লেখ করে টুইটারে কড়া প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

থানার ওসি-কে রেজিষ্ট্রারের লেখা চিঠি ও আহত হওয়ার পর উপাচার্যর চিকিৎসার রিপোর্টের প্রতিলিপি যুক্ত করে শুভেন্দুবাবু লিখেছেন, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী আক্রান্ত হয়েছেন। দু সপ্তাহেরও বেশি সময় পরে তিনি তাঁর বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় টিএমসি গুন্ডাদের দ্বারা আক্রান্ত হন। গুণ্ডারা পাথর ছুঁড়ে মারে। এমনকি তাঁর দিকে চেয়ার ছুঁড়ে মারা হয়। এই কারণে তিনি আহত হন।

Prof. Bidyut Chakraborty; Vice Chancellor, Visva Bharati University has been attacked by TMC goons as he tried to step out of his residence after more than 2 weeks. He got hurt as the goons pelted stones & even threw chair towards him.
All in the presence of the OC Shantiniketan.
The WB Govt has failed to provide protection to the Vice Chancellor of such a reputed & world renowned Educational Institution. Or they didn’t even intend to?
Is this the “Egiye Bangla” Model?
The State Government is fuelling anarchy & sheltering the anarchists

*Suvendu Adhikari*, Leader of Opposition

ওসি শান্তিনিকেতনের উপস্থিতিতে এ সব হয়। পশ্চিমবঙ্গ সরকার এমন একটি স্বনামধন্য ও বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্যকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। নাকি এই সুরক্ষার তাদের ইচ্ছাও ছিল না? এটাই কি ‘এগিয়ে বাংলা’ মডেল? রাজ্য সরকার নৈরাজ্যকে ইন্ধন দিচ্ছে এবং নৈরাজ্যবাদীদের আশ্রয় দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *