করোনা ভাইরাস নিয়ে রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ জানুয়ারি:
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্র’র সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। কি ভাবে করোনা ভাইরাস নিয়ে প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া যাবে তাই নিয়ে আলোচনা হয় এই কনফারেন্স বলে নবান্ন সূত্রের খবর। সোমবার রাজ্যের সঙ্গে কনফারেন্স করে কেন্দ্রের তরফে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য করোনা ভাইরাস নিয়ে চিন্তিত গোটা দেশ। চীনে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। দুবাইয়ে এক ভারতীয়র দেহে এই ভাইরাস মিলেছে। তাইব এই মারণ ভাইরাস আটকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর এবার রাজ্যগুলির সঙ্গে কথা বলতে শুরু করল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here