ঘাটালে বিদ্যাসাগরের ১৩১ তম তিরোধান দিবস পালন বিদ্যাসাগর স্মরণ সমিতির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুলাই: ১৩১ তম তিরোধান দিবসে বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে কোভিড বিধি মেনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এবং বীরসিংহ স্মৃতিমন্দিরে। মাল্যদান করেন সমিতির সম্পাদক তাপস পোড়েল। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন গৌরী শঙ্কর বাগ, সুভাষ চন্দ্র দত্ত, সুব্রত বাঙাল, বরুন বিশ্বাস, দেবাশীষ মাইতি, মেহেবুব আলম।

সকালে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি পরিষ্কার করেন হেমন্ত সী ও মেহেবুব আলম।দয়ার সাগর বিদ্যাসাগরের প্রয়ান দিবসে বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে দশজন দুঃস্থ ছাত্র ছাত্রীকে পাঠোপকরণ দেওয়ার কথা ছিল। কিন্তু অতিবৃষ্টির কারণে দুঃস্থ ছাত্ররা আজ আসতে না পারায় দু’দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ওই সব পাঠ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান সমিতির সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *