বামনগোলায় রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ায় ক্ষোভ গ্রামবাসীর

আমাদের ভারত, মালদা, ৪ এপ্রিল: রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে সরকারের দেওয়া রেশন সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের গম বিলি করার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মালদার বামনগোলা থানার কুপাদহ গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানাগেছে, কুপাদহ গ্রামের রেশন ডিলার কালিপদ মণ্ডল। গ্রামবাসীর অভিযোগ, তিনি নিম্নমানের গম, কোটেশন সামগ্রী সরবরাহ করছেন গ্রামবাসীদের মধ্যে। সরকার থেকে যে সামগ্রী এসেছে তা লুকিয়ে রাখা হয়েছে। বেশি দামে বিক্রি করার জন্য অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দেওয়া হচ্ছে নষ্ট হয়ে যাওয়া গম। যা জন্তু-জানোয়ারের খাওয়ার যোগ্য না। সেই গমই মানুষকে দেওয়া হচ্ছে।

কালিপদবাবু নিজে দোকানে বসেন না। তার স্ত্রী চকো মণ্ডল দোকানে বসেন। নিম্নমানের সামগ্রী বিলি করা হয়েছে স্বীকার করে নিয়েছে চকো মন্ডল। যদিও এইসব সামগ্রী তিনি রামায়ণ প্রসাদ নামে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন।

ছবি: জেলা পরিষদের সদস্য পিংকি সরকার মাহাত।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাযন এলাকার জেলা পরিষদের সদস্য পিংকি সরকার মাহাত। তিনি জানিয়েছেন অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *