বিসর্জনের শোভাযাত্রায় তৃণমূল নেতার ছেলের হামলায় আহত কয়েকজন গ্রামবাসী!

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ মার্চ : পুজোর বিসর্জনের শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে স্থানীয় একটি পুজোর বির্সজনের শোভাযাত্রায় বেরিয়েছিলেন গ্রামের মহিলা ও পুরুষরা। ওই সময় কাঁথি দেশপ্রাণ ব্লক তৃণমূল নেতার ছেলে গাড়িতে করে এই রাস্তায় চলে আসে। গাড়িকে পাস দেওয়াকে কেন্দ্রে করে শোভাযাত্রায় থাকা গ্রামবাসীদের সঙ্গে বচসা শুরু হয় ওই তৃণমূল নেতার ছেলের। প্রথমে বচসা তারপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ওই তৃণমূল নেতার ছেলে বলে অভিযোগ। এরপর তৃণমূল নেতার ছেলে গাড়ি নিয়ে চলে যায়। পরে দলবল নিয়ে আবার ফিরে আসে। শোভাযাত্রায় থাকা গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উত্তেজিত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মারিশদা থানার পুলিশ। উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। যদিও পুলিশের দাবি, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here