চোপড়ায় বিডিও’র ত্রাণ দপ্তরের গোডাউনের তালা ভেঙ্গে ত্রিপল ও মিড ডে মিলের সামগ্রী লুঠ করল গ্রামবাসী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর: চোপড়ার বিডিও অফিসের ত্রাণ দপ্তরের গোডাউনের তালা ভেঙ্গে ত্রিপল এবং মিড ডে মিলের সামগ্রী লুঠ করে নিয়ে পালাল গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজাহার জানিয়েছেন, ত্রাণ সামগ্রী লুঠ করার বিষয়টি আইসি’কে জানানো হয়েছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ শচীন মক্কার জানিয়েছেন, সরকারি সামগ্রী লুঠের খবর পেয়ে পুলিশ সেখানে পৌছেছে। অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত কয়েকদিনের প্রবল বর্ষণে এলাকার মানুষের দুর্বিসহ অবস্থা। অভিযোগ, গতকাল চোপড়ার বিডিও কয়েকজনকে পলিথিন বন্টন করলেও অধিকাংশ দুর্গত মানুষদের সেই ত্রিপাল না দেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সকালে গ্রামবাসীরা ত্রিপল এবং মিড ডে মিলের সামগ্রী লুঠ করে নিয়ে পালিয়ে যায়।

চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হানিফ এই ঘটনার জন্য বিডিওকে দায়ী করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজাহার জানান, প্রত্যেক পঞ্চায়েতকে ২৫টি ত্রিপল, ৫ কুইন্টাল জিআর দেওয়া হয়েছে।প্রয়োজনে আরও দেওয়া হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *