রাস্তা বাঁচাতে ওভারলোডিং গাড়ি আটক করলো গ্রামবাসী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ ফেব্রুয়ারি: প্রশাসন নয় রাস্তা বাঁচাতে গ্রামবাসীরা এগিয়ে এলো। আটকে দিল কয়লা বোঝাই ওভারলোডিং গাড়ি। খবর দিল পঞ্চায়েত প্রধান এবং পুলিশকে। গোপীবল্লভপুরের বড়তলা এলাকার ঘটনা।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বড়তলা থেকে বেলদুয়ার যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। সেই রাস্তা দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাস্তায় বোর্ড রয়েছে ১০ টনের বেশি ভারী যান চলাচল দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেই নির্দেশিকাকে অমান্য করে মাঝে মধ্যেই ঢুকে পড়ে ভারী ওভারলোডিং গাড়ি। এতে যেমন রাস্তার ক্ষতি হয়। শুধু তাই নয়, দিন কয়েক আগে একটি ওভারলোডিং গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে দেয়। বিদ্যুতের খুটিও ভেঙ্গে পড়ে। কিন্তু কোনো ক্ষতিপূরণ মিলেনি। রস্তা থেকে ১.৫ কিমি দূরেই রয়েছে একটি ইট ভাটা। সেই ইট ভাটার গাড়ি রাস্তার উপর দিয়ে যাতায়াত করে দিনের পর দিন। ওভারলোডিং লরি চলাচলের ফলে ক্ষিপ্ত গ্রামবাসীরা আজ একটি ওভারলোডিং ১২ চাকার লরি আটকে দেয়। অতিরিক্ত কয়লা বোঝাই করে নিয়ে আসছিল এই গাড়িটি। অভিযোগ, রাস্তার ওপর যেখানে ১০টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ সেখানে ৪৩ টন কয়লা নিয়ে কি করে যাচ্ছে এই গাড়ি। গ্রামবাসীরা শুধু এখানেই থেমে থাকেনি ভবিষ্যতে যাতে এরকম গাড়ি আর এ রাস্তা দিয়ে যাতায়াত করতে না পারে তাই তারা গোপীবল্লভপুর ৫ নং গ্রামপঞ্চায়েতে, গোপীবল্লভপুর ব্লক অফিস ও ডিএমএর কাছে একটি লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পরে পুলিশ ও আরটিও এসে গাড়িটিকে আটক করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here