
আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: ভিন রাজ্যের গাড়ি দেখে করোনা সংক্রমনের আতঙ্কে গ্রাম ছেড়ে মাঠে আশ্রয় নিল গ্রামবাসীরা। সোমবার সকালে ওড়িশা থেকে মুরগির খাবার নিয়ে একটি বারো চাকার লরি শালবনি ব্লকের গোহালডিহি গ্রামের একটি মুরগি ফার্মে আসে। গাড়িতে ওড়িশা রাজ্যের নাম্বার প্লেট দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। লরির চালক এবং খালাসির দ্বারা সংক্রমণ ছড়াতে পারে এই ভয়ে তারা গ্রাম ছেড়ে ফাঁকা মাঠে এবং আলুর ক্ষেতে আশ্রয় নেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা ভিন রাজ্য থেকে আসা লরিটির বিষয়ে পিড়াকাটা পুলিশ পোস্টে জানালে আইসি বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছায়। পৌঁছান শালবনি ব্লকের বিডিও।
আইসি বিশ্বজিৎ মন্ডল জানান, লরিতে নিয়ে আসা মুরগির খাবার এসেনশিয়াল কমোডিটিসের মধ্যেই পড়ে।
ঘন্টাখানেক পর লরিটি ফিরে গেলে গ্রামবাসীরা ফের গ্রামে ফিরে আসেন।