আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২২ জুন: দুটি গ্রামের মধ্যবর্তী রাস্তা খারাপ দীর্ঘদিন। বার বার পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল হয়নি। তাই আজ রাস্তায় ধানের চারা পুঁতে ও অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা সারানোর আশ্বাসে অবরোধ ওঠে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকার নকিবসান ও নিশ্চিন্তবসান এই দুই গ্রামের মধ্যবর্তী রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। বহু বছর ধরে দুটি গ্রামের পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আজ দুই গ্রামের মধ্যবর্তী এই রাস্তা মেরামতির দাবিতে গ্রামবাসীরা খারাপ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখায়। পরে তমলুক-কাকগেছিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ বাহিনী। গ্রামবাসীদের সাথে পুলিশের কিছুক্ষণ বচসা হওয়ার পর রাস্তার হাল দেখে স্থানীয় ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতকে বলে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তোলে স্থানীয় বাসিন্দারা।