১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি :
একে বলে দিন দুপুরে পুকুর চুরি। পুকুর খনন না করে টাকা হাতানোর অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে বিক্ষোভ পটাশপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার ডাইনদা গ্রামে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। ১০০ দিনের কাজে পুকুর খননের কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। কিন্তু কাজ না করে মাস্টার রোল সই করিয়ে কাজ শেষ হয়ে গেছে বলে দেখানো হয়েছে। এমনই অভিযোগ করল ডাইনদা গ্রামের বাসিন্দারা। আর এই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে।

গ্রামবাসীরা জানান, আজ সকাল বেলা পুকুর খননের কাজে এলে বিষয়টি জানাজানি হয়। আর তারপর থেকেই শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন উঠছে কাজ না করিয়ে কিভাবে মাস্টার রোল সই হয়ে যায়। কেন এভাবে কাজ না করিয়ে ১০০ দিনের কাজের মাস্টার রোলে সই দেখানো হয়েছে এবং সই গুলো পুরো সম্পূর্ণ মিথ্যা। এই নিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here