করোনা আতঙ্কে লালগড়ে বহিরাগতকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ এপ্রিল: লকডাউন পর্বে বহিরাগত এক মহিলাকে ঘিরে করোনা আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার লালগড়ে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত অমর্শী থেকে সাইকেল চালিয়ে ভারতী চক্রবর্তী (৫৯) নামে এক মহিলা তার খুড়তুতো নাতিকে নিয়ে লালগড়ের বাবুপাড়ায় তার ভাইপোর বাড়িতে দুপুর ১২:৩০ নাগাদ এসে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বিশেষ সূত্রে খবর, একসময় লালগড়ের বাবুপাড়ায় বাড়ি ছিল ভারতী দেবীর। স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি বিক্রি করে দিয়ে অমর্শীতে মেয়ের বাড়িতে চলে যান। ইতিমধ্যেই সমগ্র পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর। তার মধ্যে এদিন হঠাৎ ওই মহিলা লালগড়ে এসে পৌঁছলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিনপুর ১ ব্লকের বিডিওকে খবর দেওয়া হলে বিডিওর তৎপরতায় ওই মহিলা তার ভাইপো এবং নাতিকে প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করে হোম কোয়ারেন্টানে পাঠানো হয়। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *