প্রকাশ্যে এক গৃহবধূর মাথার চুল কেটে দিল গ্রামবাসীরা, ঘাটালের অজবনগরে গ্রেফতার ৬

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: ঘাটালের অবজবনগরে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটলো। জানাগেছে, কিছুদিন আগে ঐ এলাকার এক যুবককে বিষ খাইয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠেছিল ঐ গৃহবধূ সহ মোট ৩ জনের বিরুদ্ধে। ক্ষিপ্ত গ্রামবাসীরা পরকীয়ার অভিযোগ তুলে তাদের মারধর করলে ঘাটাল থানার পুলিশ ঐ সময় ২ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনায় কোনো লিখিত অভিযোগ না দায়ের হওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঐ ঘটনায় যে গৃহবধূ পালিয়ে গিয়েছিল সেই গৃহবধূ এতদিন পরে গ্রামে ফিরে আসে এবং আজ মৃত যুবকের পরিবারের সদস্যকে গালিগালাজ করে বলে অভিযোগ। তারপরেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ঐ মহিলার মাথার চুল কেটে দেয় এবং তাকে মারধর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যান ঘাটাল থানার পুলিশ। ঘটনায় ঐ ৩ গৃহবধূকে উদ্ধার এবং ৬ জনকে আটক করে ঘাটাল থানার পুলিশ।

এই ঘটনায় মিতা বড়দোলই, মধুমিতা বড়দোলই, সুপ্রিয়া বড়দোলই, দীপা বড়দোলই, শ্রীমতি বড়দোলই, পূর্ণিমা চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। মারধর ও চুল কেটে দেওয়ায় জোৎস্না বড়দোলইকে ঘাটাল থানা উদ্ধার করে। এর সাথে শিখা বড়দোলই, পুতুল বড়দোলই ও সুজিত বড়দোলইকে থানায় উদ্ধার করে নিয়ে আসে।

বর্তমান যুগে দাঁড়িয়েও যেখানে আইন, প্রশাসন সজাগ। এই সময় এরকম একটি ঘটনা যেখানে গ্রামবাসীরা নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিলেন। আর এই ধরনের ঘটনা নাড়িয়ে দিচ্ছে সমাজকে। উঠেছে নিন্দার ঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *