গোপাল রায়, আমাদের ভারত আরামবাগ, ১৪ জুন: খালের বাঁধ দিয়ে রাস্তার কাজ করাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের পথ অবরোধ। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার গড়বাড়ি এলাকায়।
জানাগেছে, আরামবাগের তারকেশ্বর রোডের গড়বাড়ি এলাকায় কালভার্টের মেরামতির কাজ চলছে। টানা কদিন বৃষ্টি হওয়ার ফলে খালে জল জমে যায়। পাশাপাশি খালের বাঁধ বন্ধ করে চলছিল কাজ। সেই বাঁধ বন্ধ থাকায় জল জমে গড়বাড়ি মালিক পাড়া এলাকায় বাড়িতে জল উঠে যায়। আর এর ফলেই রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা তারকেশ্বর আরামবাগ রোডের গড়বাড়ি এলাকায় পথ অবরোধ করে। তাদের দাবি, অবিলম্বে খালের বাঁধ খুলে দিতে হবে। যাতে জল নিকাশি স্বাভাবিক হয়। এরপরে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বাঁধ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেয়।