গোয়ালমারাতে বিভিন্ন দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুলাই: বিভিন্ন দাবি নিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। তাদের দাবিগুলি হল- গোপীবল্লভপুর ২ নং ব্লককে ঝাড়গ্রাম মহকুমায় রাখতে হবে, গঙ্গাবাঁধে বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ করতে হবে, গোয়ালমারা-তপসিয়া বেহাল রাস্তা অতিসত্তর মেরামত করতে হবে, বড়ামারা ব্রিজের উপর বাস চলাচল স্বাভাবিক করতে হবে এই ৪টি দাবি নিয়ে সকাল ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের গোয়ালমারা ঠাকুরচক এলাকায়।

গ্রামবাসীদের দাবি, তপসিয়া থেকে গোয়ালমারা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, বহু জায়গায় সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। এর পাশাপাশি এক বছর আগে বরামারা সেতু বসে যাওয়ার কারণে বাস চলাচল বন্ধ। ব্রিজের পাশেই একটা অবস্থায় রাস্তা তৈরি হলেও বৃষ্টিতে জল বাড়ার কারণে অস্থায়ী রাস্তাটি ভেঙ্গে গেছে এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এর পাশাপাশি আরও দুটি দাবি নিয়ে মোট চারটি দাবি নিয়ে দীর্ঘ ৭ ঘন্টা ধরে পথ অবরোধ চলছে। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না তাদের এই দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ তাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *