গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২২ জুলাই: মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, তারই প্রতিবাদে আরামবাগ কলকাতা তারকেশ্বর গ্রামী রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত কালিপুর মোড়ে। ঝড়বৃষ্টির কারণে গত একদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কালিপুর। বুধবার দুপুরে ওই এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এর ফলে আরামবাগ থেকে কলকাতাগামী বাস সহ অন্যান্য দূরপাল্লার বাস, লরি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ থাকার পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।