তোলা না পেয়ে তান্ডব হাওড়া ষ্টেশনের পার্কিং লটে

আমাদের ভারত, হাওড়া, ২৪ জানুয়ারি : তোলা না পেয়ে হাওড়া ষ্টেশনের পাকি়ং লটে তান্ডব চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার দুপুরে ৫০/৬০ জন দুস্কৃতি হাওড়া ষ্টেশনের পাকি়ং লটে এসে হাজির হয়। অভিযোগ দুস্কৃতীরা পাকি়ং লটে থাকা কর্মীদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। কর্মীরা তোলা দিতে অস্বীকার করায় দুস্কৃতীরা তাদের মারধর করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ কাউন্টারে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আর পি এফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্কিং লটের কর্মীদের অভিযোগ এদিন দুপুরে দুস্কৃতীরা হাজির হয়। নতুন দায়িত্ব নেওয়ার জন্য তারা কয়েক লক্ষ টাকার তোলা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকার করায় তারা আমাদের কর্মীদের মারধর করে এবং ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এদিনের এই ঘটনায় পার্কিং লটের কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here