রামপুরহাট হাসপাতালে নার্সদের উপর দুষ্কৃতী তাণ্ডব, বিক্ষোভ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ জুন: দিনের পর দিন দুষ্কৃতী তাণ্ডবে অতিষ্ঠ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা। প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতালের এমএসভিপিকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সরা। পরে তাঁরা নিরাপত্তার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন।

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে কিছু দুষ্কৃতী। কখনও হাত ধরে টানাটানি করছে, কখনও আবার রাস্তা দিয়ে গেলে ব্লেড দিয়ে শরীরে আঘাত করছে। এর আগে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারপরও বুধবার রাতে এক নার্সের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। প্রতিবাদে এদিন বেলার দিকে কর্তব্যরত নার্সরা বিক্ষোভ দেখায় এমএসভিপিকে ঘিরে। তাঁদের দাবি, বাড়ি ফেরার সময় নার্সদের পুলিশি নিরাপত্তা দিতে হবে। ঝর্ণা দাস বলেন, “তাঁরা এই কোভিড অতিমারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। দীর্ঘদিন বাড়ি যেতে না পারায় এমনিতেই মানসিক কষ্টে ভুগছি। তারপরও দুষ্কৃতী তাণ্ডবে আমাদের আতঙ্কিত হয়ে পড়েছি। রাস্তায় পা রাখতে কিছু দুষ্কৃতী মোটরবাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় হাত ধরে টানাটানি করছে। শরীরে ব্লেড চালিয়ে দিচ্ছে। অবিলম্বে হাসপাতাল চত্বর দুষ্কৃতী মুক্ত করতে হবে”।

এমএসভিপি পলাশ দাস বলেন, “বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। নিরাপত্তা দেওয়ার কাজ পুলিশের”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *