নদিয়ায় বিজেপির এসসি মোর্চার সভাপতির ওপর দুষ্কৃতী হামলা, অল্পের জন্য প্রাণ বাঁচল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ আগস্ট: বিজেপির এসসি মোর্চার সভাপতির গাড়ি লক্ষ্য করে চলল গুলি। গতকাল রাতে নদিয়া দক্ষিণ জেলা বিজেপি এসসি মোর্চার সভাপতি অঙ্কন সরকারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বিজেপি নেতা। রানাঘাট থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার।

জানা গেছে, গতকাল সন্ধ্যেবেলা আনুমানিক সাতটার সময় বিজেপি নেতা অঙ্কন সরকার ফুলিয়ায় তার নিজের বাড়ি থেকে চাকদায় দলীয় একটি সভায় যাচ্ছিলেন। সেইসময় রানাঘাটের দোহারপাড়া এলাকায় তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। অভিযোগ, তিনি যখন দোহার পাড়া দিয়ে যাচ্ছিলেন সেই সময় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাস্ক এবং হেলমেট পড়ে বাইকে চেপে তাঁর গাড়ির পেছনে ধাওয়া করে এবং তাকে গাড়ি থামানোর জন্য গালিগালাজ করতে থাকে।

বিপদ বুঝে অঙ্কন সরকার গাড়ি না থামালে দুষ্কৃতীরা গাড়ির পেছনের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালায়। বিকট শব্দে পিছনের কিছুটা অংশ ভেঙ্গে হয়ে পড়ে যায়। কিছুটা এগিয়ে গিয়ে হবিবপুরের কাছে গাড়ি থামিয়ে ঐ নেতা লক্ষ্য করেন তার গাড়ির ডান দিকের জানালার কাঁচ ভাঙ্গা। এরপরই অঙ্কনবাবু ঘটনাস্থল থেকে এমএলএ এমপিদের ফোন করলে তারা থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

অঙ্কন সরকার জানান, “এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার শাসক দল বিরোধীদের মুখ বন্ধ করার জন্য নানাভাবে ভয় দেখিয়েছে। আমাদের কর্মীদের চমকে ধমকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করেছে। কিছুদিন আগে ওনাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চেয়েছে। লাভ কিছুই হয়নি। কেন্দ্রীয় দল আসছে বাংলায়। এখন সময় হয়েছে মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনা কেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বাংলা সড়ক যোজনা কেটে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করার। তাই স্বাভাবিকভাবেই ওদের রাতের ঘুম উঠে গেছে। ওদের নেত্রী প্রতিটা জেলায় নির্দেষ দিয়েছে খাতা কলমে যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হয়। তাই এখন আরো প্রতিহিংসাপরায়ণ হয়ে গেছে তৃণমূল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *