হাওড়ার মনসাতলায় ভার্চুয়ালি উদ্বোধন বিজেপির দলীয় কার্যালয়

আমাদের ভারত, হাওড়া, ৯ ডিসেম্বর: বুধবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি একাধিক কার্যক্রমের পাশাপাশি ভার্চুয়ালি বিজেপির ৯ টি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। যার মধ্যে হাওড়া গ্রামীণ জেলার ফুলেশ্বরের মনসাতলা অন্যতম। এদিন দুপুরে কলকাতা থেকে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জেপি নাড্ডা। এদিন মনসাতলায় এই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি শিবশঙ্কর বেজ, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ, সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল, সাধারণ সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রাক্তন জেলা সভাপতি অনুপম মল্লিক সহ অন্যান্যরা। এদিন পূজা পাঠ, হোম যজ্ঞ করে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় ‌ এবং মিষ্টিমুখ করানো হয় সকলকে।

জানাগেছে, বিধানসভা নির্বাচনের আগে হাওড়া গ্রামীণ জেলার দলীয় কার্যালয়কে ১০টি সাংগঠনিক জেলার নির্বাচনী কেন্দ্র হিসেবে তৈরি করছে। যেখান থেকে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, হুগলী, শ্রীরামপুর, আরামবাগ, ঘাটাল, কাঁথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই ১০টি সাংগঠনিক জেলার নির্বাচনী কার্যাক্রম পরিচালনা করবেন।

দলীয় কার্যালয় উদ্বোধন সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল জানান, দলীয় কার্যালয় বেশ কিছুদিন আগে তৈরী হলেও আজ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here