করোনার জন্য রামনবমী সহ সমস্ত ধর্মীয় সমাবেশে লাগাম টানছে বিশ্বহিন্দু পরিষদ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ মার্চ :
২রা এপ্রিল রামনবমীর মিছিল বাতিল করল বিশ্বহিন্দু পরিষদ। সূত্রের খবর, পুরভোটের সময় রামনবমীর মিছিল সফলভাবে করার জন্য প্রস্তুতি শুরু করেছিল বিশ্বহিন্দু পরিষদ। তবে করোনা ভাইরাসের আতঙ্কে তা বাতিল করছে হিন্দু সংগঠনটি।

প্রসঙ্গত, করোনার জন্য সমস্ত রকমের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারও সেই পথে হেঁটেছে। ইতিমধ্যেই রাজ্যের পুরভোট পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিশ্বহিন্দু পরিষদ অবশ্য অবস্থার দিকে নজর রেখেছিলেন। কলকাতায় করোনার প্রভাব বৃদ্ধি পেতেই এবার রামনবমীর শোভাযাত্রা বাতিল করছে হিন্দু সংগঠনটি। শুধু কলকাতায় নয় গোটা রাজ্যেই রামনবমীর জমায়েতে রাশ টানছে রাজ্য বিশ্বহিন্দু পরিষদ নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here