কলকাতায় মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে অনুষ্ঠান সরালেন বিবেক অগ্নিহোত্রী

আমাদের ভারত, কলকাতা, ২০ এপ্রিল: মুসলিম অধ্যুষিত কোয়েস্ট মল থেকে অনুষ্ঠান সরালেন বিবেক অগ্নিহোত্রী। বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠান।

সংখ্যালঘু এলাকা বলে কোয়েস্ট মল সুরক্ষিত নয়! তাই ‘বই স্বাক্ষর’ অনুষ্ঠান স্থানান্তিরত করা হয়েছে কলকাতার অন্য একটি শপিং মলে! বৃহস্পতিবার একটি টুইটে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে ফের উতপ্ত বঙ্গ রাজনীতি।

প্রসঙ্গত, ’দ্য কাশ্মীর ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত ২০২২ সালের হিন্দি চলচ্চিত্র। জি স্টুডিওস প্রযোজিত, চলচ্চিত্রটির বিষয় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়ন। এতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী জোশী অভিনয় করেছেন। চলচ্চিত্রটি প্রাথমিকভাবে ২০২১ সালের ২৬শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওমিক্রনের বিস্তারের কারণে স্থগিত করা হয় এবং অবশেষে ২০২২ সালের ১১ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল। চলচ্চিত্রটি হরিয়ানা ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছিল। ছবিটিতে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সংঘটিত নির্বাসনকে গণহত্যা হিসাবে চিত্রিত করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here