অমরজিৎ দে , ঝাড়গ্রাম, ১৪ ডিসেম্বর:
দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সিংদূহী গ্রামে দেখা গেল এমনই চিত্র। হলদিয়া অন্য ভ্রমন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”-এর সহযোগিতায় স্থানীয় এলাকার আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা বেশকিছু মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।