কর্মসংস্থানের বেহাল দশাতেই কমছে ভোটব্যাঙ্ক, বোল্লায় রাজনৈতিক কর্মী সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরে ক্ষোভ তৃণমূল অঞ্চল সভাপতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ অক্টোবর: দিশাহীন কর্মসংস্থানের জেরে কমছে ভোট ব্যাঙ্ক। পরিসংখ্যান তুলে ধরে দলের রাজনৈতিক কর্মী সম্মেলনে নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল অঞ্চল সভাপতির। রবিবার বালুরঘাটের বোল্লা হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত তপন বিধানসভার রাজনৈতিক কর্মী সম্মেলনে নেতৃত্বদের সামনেই বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান নিয়ে এমনভাবেই ক্ষোভ উগড়েছেন পতিরাম অঞ্চল সভাপতি। যার
বক্তব্যকে ঘিরে তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয় সভাস্থলে।

এদিনের সভায় বক্তব্য রাখতে মঞ্চে উঠে পতিরাম অঞ্চল সভাপতি পার্থ ঘোষ বলেন, বিগত ১০ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার। তারপরেও নিজেদের কর্মী সমর্থকরা কর্মসংস্থানের কোনও দিশা পাচ্ছে না। ফলে ক্ষোভ বাড়ছে নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে। আর যার কারণেই বিগত লোকসভা ভোটে পতিরাম অঞ্চল থেকে ৩৮০০ ভোটে পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। কাজ না পেলে পেটে গামছা বেঁধে দল করবে না কেউই। শুধু তাই নয়, নিজের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ৯৮ সাল থেকে দল করলেও কোনও কর্মসংস্থান তার হয়নি। নিজের আত্মীয়স্বজনরাও তার দিকে আঙুল তুলে ধরে কর্মসংস্থানের দিশা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টি নিয়ে নেতৃত্বদের হস্তক্ষেপের জোড়ালো দাবিও এদিনের সভায় জানিয়েছেন তৃণমূলের ওই অঞ্চল নেতা। যাকে ঘিরে সভায় উৎফুল্ল কর্মীরা হাততালির ঝড় তোলেন। এখানেই শেষ নয়, আগামী বিধানসভা ভোটের আগে অঞ্চলে অঞ্চলে নেতৃত্বদের সাথে অঞ্চল সভাপতিদের মতপার্থক্য মিটিয়ে ফেলার দাবি জানিয়েও এদিনের সভায় সরব হয়েছেন অনেক অঞ্চল সভাপতিরাই।

বোল্লা হাইস্কুল প্রাঙ্গনে এদিন তপন বিধানসভার তৃণমূলের রাজনৈতিক সন্মেলনে জেলা সভাপতি গৌতম দাস অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, কো-অর্ডিনেটর সুভাষ চাকী সহ অন্যান্য সমস্ত নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *