নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখনের কাজ শুরু

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি: এখনো পৌরসভা নির্বাচনের নির্ঘণ্ট এবং রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দেওয়াল দখল ও লিখনের লড়াই শুরু হয়ছে ঝাড়্গ্রাম এবং মেদিনীপুর পৌরসভার ওয়ার্ডগুলিতে। ঝাড়গ্রাম পুরসভার ছয় সাত ও আট নম্বর ওয়ার্ডে এবং মেদিনীপুর পৌরসভার এক ছয় নয় ও তেরো নম্বর ওয়ার্ডে  তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের দেওয়াল লিখন করতে দেখা গেছে। উভয় দলই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখনের কাজ চালিয়ে যাচ্ছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই ফাঁকা জায়গায় সেই নাম বসিয়ে দেওয়া হবে।

জেলা তৃণমূল এবং বিজেপি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এখন প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছে। তৃণমূল ও বিজেপি ছাড়াও সিপিএম এবং কংগ্রেস দলের পক্ষ থেকেও দেওয়াল দখলের  কাজ শুরু হয়েছে। তৃণমূলের কর্মীরা পৌরসভা নির্বাচনের প্রচারে এনআরসি এবং সিএএ’র বিরুদ্ধেও দেওয়াল লিখন করছে। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এখন শুধু অপেক্ষা পৌরসভা নির্বাচনের নির্ঘণ্ট  এবং দলীয় প্রার্থীদের নাম ঘোষণার। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here