‘দুয়ারে মদ প্রকল্প’ বাতিল না হলে জঙ্গি মহিলা আন্দোলনের হুঁশিয়ারি পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ মে: দুয়ারে মদ প্রকল্প বাতিলসহ কয়েক দফা দাবিতে জেলাশাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।

তাদের মূল দাবি, দুয়ারে মদ প্রকল্প বাতিল, নারী নির্যাতন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মূলত এই তিন দফা দাবির ভিত্তিতে পুরুলিয়া শহরে মিছিল করে বিক্ষোভ দেখায়। তার আগে মহিলা সংগঠনের শতাধিক মহিলা পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জড়ো হন। সেখান থেকে মিছিল করে জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান করেন। সংগঠনের জেলা সম্পাদিকা রানি মাহাতোর নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দেন।

সংগঠনের জেলা সভানেত্রী বন্দনা ভট্টাচার্য বলেন, আজ যখন মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন-জীবিকা জেরবার, ঘরে ঘরে বেকার যুবক, তাদের কাজ নেই, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে মদ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে এলাকায় এলাকায় জঙ্গি মহিলা আন্দোলন গড়ে তোলার আহ্বান করব।

সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অঞ্জলি নন্দী সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *