নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ জুলাই: রাম মন্দিরের ভূমি পূজায় নবদ্বীপ ও গঙ্গসাগর থেকে অযোধ্যায় যাচ্ছে মাটি। শুক্রবার নবদ্বীপে মাটি ও জল পুজো করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। পাঁজি মেনেই মাটি পূজা করা হয়। তারপর সেই মাটি চলে যাবে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয়।
প্রসঙ্গত, আগামী ৫ আগষ্ট রাম মন্দিরের ভূমি পুজো হবে অযোধ্যায়। সারা দেশের বিভিন্ন ধাম থেকে মন্দির নির্মানে যাবে মাটি ও জল। এরাজ্যের নবদ্বীপ ও গঙ্গাসাগর থেকে যাচ্ছে জল ও মাটি। আজ সাতসকালে নবদ্বীপে রাম মন্দির নির্মানে শুরু হয় মাটি পূজো। করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।
নদীয়া জেলার দক্ষিবের বিশ্ব হিন্দু পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতীম নন্দী বলেন, অযোধ্যায় যাচ্ছে নিমাইয়ের দেশের পবিত্র মাটি। নদীয়া জেলার কর সেবকরা এইমাটি অযোধ্যায় নিয়ে যাবেন। আমরা ৫ ই আগষ্টের দিকে সবাই তাকিয়ে আছি। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য বিশ্ব হিন্দু পরিষদ সহ সকল হিন্দুরা সাহায্য করবে। এতদিনে আমাদের রাম মন্দির নির্মান শুরু হচ্ছে বলে হিন্দুরা খুশি।