
সাথী দাস, পুরুলিয়া, ২৮ মার্চ: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের গড়চর ও সুশাইডি গ্রামের মহিলারা এদিন কাশীপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে সোচ্চার হন। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারী মহিলারা পানীয় জলের দাবিতে অনড় থাকেন।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। গ্রামের যে কয়েকটি নলকূপ রয়েছে সেগুলো নির্জলা ও অকেজো। ফলে তিন কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয়। এই সমস্যা সারা বছরের। প্রশাসনকে একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। তাই অবশেষে পথ অবরোধ করতে বাধ্য হন তাঁরা। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে না আসা পর্যন্ত পথ অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কাশীপুর ব্লকের জয়েন্ট বিডিও ও এলাকার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া। যদিও তাঁদের ঘিরেও এদিন বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। যদিও প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা।
কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া বলেন, “ওই গ্রামে দুবার গভীর নলকূপের জন্য চেষ্টা হয়েছিল। কিন্তু জল পাওয়া যায়নি। জলের জন্য একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন থেকে ওই গ্রামে সংযোগের পরিকল্পনা রয়েছে।”