WB by-election: রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই চারটি কেন্দ্রের উপনির্বাচন হবে পুজোর পর, আগামী ৩০ অক্টোবর। চারটি কেন্দ্র হল খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা। ৪ কেন্দ্রে ভোটের ফলাফল জানানো হবে ২ নভেম্বর।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর এবং মুর্শিদাবাদের ২টি কেন্দ্রে উপনির্বাচন। গতকাল এই তিন কেন্দ্রের প্রচার শেষ হয়েছে। আজ নির্বাচন কমিশন রাজ্যের বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই চারটি কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর এবং মনোনয়ন স্কুটিনি শেষ দিন ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।

তবে, এবার প্রচারের ক্ষেত্রে আগের তুলনায় নিয়ম কিছুটা শিথিল করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে ঘেরা জায়গায় সর্বোচ্চ ২০০ জনকে নিয়ে প্রচারসভা করা যাবে। খোলা জায়গায় সর্বত্র সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে প্রচার করা যাবে। তবে তারকা প্রচারের ক্ষেত্রে এই সংখ্যাতে আরও কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সেই সংখ্যা দ্বিগুণ করে ১০০০ জন করা হয়েছে। রাস্তায় মিছিল বা প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে মিছিল করা যাবে। কতজন তারকাকে প্রচারে নামানো যাবে তার সংখ্যাও বেঁধে দিয়েছে নির্বচন কমিশন। কমিশন জানিয়েছে, জাতীয় বা রাজ্যস্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলি সর্বোচ্চ কুড়িজন তারকাকে নিয়ে প্রচার করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *